নির্দেশনাসমূহ

Complete Competitive Programming Basic to Intermediate Level Course এর enroll ফি ৩৫০০/= BDT.

তুমি যদি সম্পূর্ণ কোর্সটি একবারে না নিয়ে ভেঙে ভেঙে নিতে চাও তাহলে টোটাল কোর্স ফি হচ্ছে ৮২০০/= BDT. মডিউল ১ এর প্রাইস ২৫০০/= BDT. মডিউল ২ এর প্রাইস ২৫০০/= BDT এবং মডিউল ৩ এর প্রাইস ১৫০০/= BDT. লেভেল ১ এর প্রাইস ১৫০০/= BDT. লেভেল ২ এর প্রাইস ৫০০/= BDT এবং লেভেল ৩ এর প্রাইস ১২০০/= BDT. সব মিলিয়ে ৮২০০/= BDT.

ভিডিও ইউটিউবে প্রাইভেট আছে।তুমি যেই ইমেইল ID দিবে সেইটার জন্য ভিডিও পাবলিক হবে। ওই ইমেইল আইডি কারো সাথে শেয়ার করা বা ভিডিও ডাউনলোড করে কারো সাথে share করা যাবেনা। ইমেইল আইডি টা ইউটিউব এ লগইন করে ভিডিও দেখা লাগবে। ইমেইল আইডি পরে চেঞ্জ করা যাবেনা।

কোর্স ফি দেওয়ার জন্য তোমাকে প্রথমে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট create এর ক্ষেত্রে যেই বিষয় টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তুমি যেই ইমেইল এ কোর্স এর ভিডিও গুলোর অ্যাকসেস নিতে চাচ্ছো সেই ইমেইল দিয়ে অ্যাকাউন্ট create করতে হবে এবং অবশ্যই সেটি gmail একাউন্ট হতে হবে। ভার্সিটির একাউন্ট দিয়ে একাউন্ট খোলা যাবে না। কেননা এখানে গুগল দিয়ে একাউন্ট এ লগিন করতে হবে। একাউন্ট তৈরি হয়ে গেলে যেতে হবে payment page এ। সেখানে গিয়ে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই পেমেন্ট কমপ্লিট করে ফরম সাবমিট করতে হবে এবং সাবমিট করা হয়ে গেলে আমাদের ফেসবুক পেজ এ তুমি যেই নম্বর থেকে বিকাশ করেছিলে সেটি মেসেজ করে রাখবে।

Send money করার সময় অবশ্যই exact কোর্স ফি টা দিবে। খরচ দেওয়া লাগবে না। আর রেফারেন্স সেকশন এ তোমার নাম টা লিখে দিবে। এটা mandatory নয় তবে দিলে ভালো হয়।

Course purchase করার পর ২-৩ দিনের মধ্যে ভিডিও টিউটোরিয়াল গুলোর অ্যাকসেস দেওয়া হবে এবং তোমাকে discord এ CPS Academy এর social media manager Maruf Sarker knock করবে। সেখানে তাকে জানিয়ে দিবে সবকিছু ঠিকঠাক পেয়েছো কিনা।

তুমি যে Email Id টি form এ দিবে ওই Email Id থেকে Login করে YouTube এ Class Video দেখা লাগবে। আর Google meet এর meeting access টিও ওই Email এই দেয়া হবে। তাই Email টি হারানো যাবে না। Email Id টি কারও সাথে Share করা যাবে না। না হলে তোমার সব Access বাতিল হয়ে যাবে। Course এর Video Download করে কারও সাথে Share করা যাবে না।

কোর্সটিতে গুগল classroom এ যেসব assignment দেওয়া হবে এবং যেসব কনটেস্ট চলবে সেগুলোর সবকিছু ঠিকঠাক ভাবে করে থাকলে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।